Friday, March 29, 2024
HomePDF ডাউনলোডবাংলাদেশের সংবিধানের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য সমূহ পিডিএফ ডাউনলোড

বাংলাদেশের সংবিধানের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য সমূহ পিডিএফ ডাউনলোড

বাংলাদেশের সংবিধানের সংক্ষিপ্ত বৈশিষ্ট্য সমূহ

পিডিএফ ডাউনলোড

 
আমাদের দেশের সংবিধান সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না। দেশের সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের সংবিধান সম্পর্কে সাধারণ ধারণা থাকা উচিত।
১. মোট ভাগ – ১১টি
২.মোট অনুচ্ছেদ -১৫৩ টি
৩.মোট তফসিল -৭ টি
৪.মূলনীতি – ৪ টি
৫.সংবিধান রচনা কমিটির সদস্য -৩৪ জন
৬.সংরক্ষিত মহিলা আসন -৫০ টি
৭.সংবিধান সংশোধন -২/৩ অংশ ভোট
৮.রাষ্ট্রপতির অভিশংসন -২/৩ অংশ ভোট
৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন -২ বার।
১০.রাষ্ট্রপতির বয়স -৩৫ বছর
১১.প্রধানমন্ত্রীর বয়স -২৫ বছর
১২.সংসদ সদস্যের বয়স – ২৫ বছর
১৩.শিশুশ্রম নিষিদ্ধ – ১৪ বছরের নিচে
১৪.প্রধান বিচারপতির অবসরসীমা -৬৭ বছর
১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা -৬৫
১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা -৬৫ বছর
১৭.সংসদ অধিবেশন বিরতি – ৬০ দিন
১৮.সংসদ নির্বাচন -৯০ দিন
১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান -৩০ দিন
২০.অধ্যাদেশ কার্যকর – ৩০ দিন
সংবিধান নিয়ে সাধারণ প্রশ্ন-উত্তর:
১. প্রশ্ন: যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো –
উত্তর: ৪৭
২. প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: চতুর্থ
৩.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
উত্তর: তৃতীয় ভাগে
৪. প্রশ্ন: বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
উত্তর: ১১৭
৫. প্রশ্ন: “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
উত্তর: ধারা ২৭
৬. প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
উত্তর: ১৫ তম
৭. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে?
উত্তর: ২৩ মার্চ, ১৯৭২।
৮. প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
৯. প্রশ্ন: গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ ৪ নভেম্বর,১৯৭২।
১০. প্রশ্ন: কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ ১৬ ডিসেম্বর, ১৯৭২।
১১. প্রশ্ন: বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১০ এপ্রিল, ১৯৭২।
১২. প্রশ্ন: সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়?
উঃ ৩৪ জন।
১৩. প্রশ্ন: সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ ডঃ কামাল হোসেন।
১৪. প্রশ্ন: সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন?
উঃ বেগম রাজিয়া বেগম।
১৫. প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ ২ টি। বাংলা ও ইংরেজি।
১৬. প্রশ্ন: কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
উঃ প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
১৭. প্রশ্ন: বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।
১৮ প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ ১৫৩ টি।
১৯. প্রশ্ন: বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে?
উঃ আবদুর রাউফ।
২০. প্রশ্ন: প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম?
উঃ প্রধান বিচারপতির নিয়োগ দান।
২১. প্রশ্ন: রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
২২. প্রশ্ন: একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল?
উঃ ২ মেয়াদকাল।
২৩. প্রশ্ন: কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ রাষ্ট্রপতি।
২৪. প্রশ্ন: জাতীয় সংসদের সভাপতি কে?
উঃ স্পিকার।
২৫. প্রশ্ন: রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ স্পিকারের উদ্দেশ্যে।
২৬. প্রশ্ন: প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে?
উঃ রাষ্ট্রপতি।
২৭. প্রশ্ন: এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ রাষ্ট্রপতি।
২৭৮. সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উ:১২টি।
২৯. বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।
৩১. সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ
৩২. সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু।
৩৩. বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।
৩৪. কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
৩৫. কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
৩৬. কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।
৩৭. সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।
৩৮. সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ।
৩৯. সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ।
৪০. “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
উঃ- ২৭ অনুচ্ছেদে।
৪১. জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।
৪২. গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ?
উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
৪৩. জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
৪৪. চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।
৪৫. সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।
৪৬. সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
৪৭. চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
৪৮. বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।
৪৯. সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।
৫০. পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।
৫১. ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।
৫২. সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।
৫৩. স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি?
উঃ- ৭৪ অনুচ্ছেদ।
৫৪. ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উঃ- ৭৭ অনুচ্ছেদে।
৫৫. জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উঃ- ১৯৮০ সালে।
৫৬ বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে?
উঃ- ১৬ টি।
৫৭. ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
৫৮. ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
 
Direct Download
 
 
 
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!