Friday, March 29, 2024
HomePDF ডাউনলোডবিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মডেল টেস্ট। বিষয় –...

বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মডেল টেস্ট। বিষয় – আন্তর্জাতিক বিষয়বালী পিডিএফ ডাউনলোড

বিসিএস, ব্যাংক, সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির মডেল টেস্ট। বিষয় – আন্তর্জাতিক বিষয়বালী

১।দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্বিকল্পে ‘সাউথ কমিশন’ এর উদ্যোক্তা হলো
ক. ন্যাম
খ. এপেক
গ. বিমসটেক
ঘ. সার্ক
উত্তর : ক
২।বিশ্বে উন্নয়নশীল দেশ কতটি?
ক. ৪৮
খ. ৪৭
গ. ১৪৮
ঘ. ১৫০
উত্তর : ঘ
৩।জাতিপুঞ্জ’ ছিল কোন অঞ্চলের সংস্থা ?
ক. ইউরোপ
খ. আমেরিকা
গ. ইউরোপ-আমেরিকা
ঘ. এশিয়া
উত্তর :ক
৪।২০০৫ সালের শুরুতে পোশাক শিল্পে ‘কোটা প্রথা’ উঠে যায় যে চুক্তি অনুযায়ী

ক. MFA
খ. GATT
গ. TRIPS
ঘ. TRIMS
উত্তর :ক
৫: বাংলাদেশে প্রথম কোন আন্তর্জাতিক সংস্থা কাজ শুরু করে-
ক. জাতিসংঘ
খ. কমনওয়েলথ
গ. ওআইসি
ঘ. ILO
উত্তর : ঘ
৬।বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে ?
ক. জাতিসংঘ
খ. কমনওয়েলথ
গ. ওআইসি
ঘ. ILO
উত্তর : ক

৭। ওয়াটার এইড ‘ কোন দেশভিত্তিক সংস্থা ?
ক)ব্রিটেন
খ) যুক্তরাষ্ট্র
গ) কানাডা
ঘ) নেদারল্যান্ড
উত্তর : ক
৮।সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত?
ক.ইস্ট নদীর র্তীরে।
খ.টেমস নদীর র্তীরে।
গ.হোয়াংহো নদীর র্তীরে।
ঘ.মস্কোভা নদীর র্তীরে।
উত্তর : ক
৯। ২২ জুন ২০১৯ প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে আই.এ.ই.এ কর্তৃক “ফিলিস্তিনকে” স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়
ক) জাতিসংঘ
খ) ওয়াইসি
গ) ইউরোপীয় ইউনিয়ন
ঘ) জি -৭
১০)নিচের কোনটি GCC এর সদস্যভুক্ত দেশ নয়?
ক)কাতার
খ)কুয়েত
গ)ওমান
ঘ)বাহরাইন
উত্তর :ক
১১) কমনওয়েলথ এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক)৫২
খ)৫৩
গ)৫৪
ঘ)৫৫
উত্তর :গ
১২)বিশ্বব্যাংক ত্যাগকারী দেশ কোনটি ?
ক)কাতার
খ)কুয়েত
গ)কিউবা
ঘ)যুক্তরাষ্ট্র
উত্তর :গ
১৩)সম্প্রতি ইউনেস্কো ত্যাগ করেছে
ক)কাতার
খ)কুয়েত
গ)কিউবা
ঘ)যুক্তরাষ্ট্র
উত্তর :ঘ
১৪) DFID কোন দেশ ভিত্তিক সাহায্য সংস্থা ?
ক)যুক্তরাজ্য
খ)যুক্তরাষ্ট্র
গ)ডেনমার্ক
ঘ)নিউজিল্যান্ড
উত্তর :ক
১৫) OPEC ভুক্ত একমাত্র অনারব মুসলিম দেশ
ক)ইন্দোনেশিয়া
খ)ইরান
গ)ইরাক
ঘ)ওমান
উত্তর :খ
১৬)বৃক্সিট ইস্যুতে যুক্তরাজ্যে গণভোট হয়েছিল
ক)২৩ জুন,২০১৬
খ)২৩জুন ২০১৭
গ)২৩জুন ২০১৮
ঘ)২৩ জুন ২০১৯
উত্তর :ক
১৭)টেকসই উন্নয়নে অনবদ্য অবদানের জন্য IPCC শান্তিতে নোবেল পায় কবে ?
ক)২০১১
খ)২০০৭
গ)২০০৫
ঘ)২০০৮
উত্তর :খ
১৮)North American Free Trade Agreement কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯১ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ঘ
১৯) নাফটার (North American Free Trade Agreement) সদস্য নয়-
ক. কানাডা
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. মেক্সিকো
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ঘ
২০)EFTA) বলতে বোঝায়-
ক. একটি বাণিজ্যিক গোষ্ঠী
খ. পূর্ব আফ্রিকান কেটি সংবাদ সংস্থা
গ. একটি বিমান সংস্থা
ঘ. একটি সামরিক চুক্তি
উত্তরঃ ক
২১)আফ্রিকাভিত্তিক হচ্ছে COMESA হচ্ছে একটি-
ক. শান্তি ফোরাম
খ. সামরিক জোট
গ. বাণিজ্যিক ব্লক
ঘ. পরিবেশবাদী গ্রুপ
উত্তরঃ গ
২২)বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট কোনটি ?
ক) EU
খ)WTO
গ)OPEC
ঘ)NATO
উত্তর : খ
২৩)UNFCCC -এর সদর দপ্তর কোথায় ?
ক)বন, জার্মানি
খ) নিউ ইয়র্ক , যুক্তরাষ্ট্র
গ) প্যারিস , ফ্রান্স
ঘ) জেনেভা , সুইজারল্যান্জ
উত্তর : ক
২৪)। কিয়োটো প্রটোকলের মেয়াদ কবে শেষ হবে?
ক) ২০২০
খ)২০২১
গ)২০২৫
ঘ)২০২৬
উত্তর : ক
২৫। গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয় কবে ?
ক)২০১০ সালে কানকুন মেক্সিকো
খ) ২০০৯ সালে কোপেন হেগেন , Cop-15.
গ) ২০১৫ , প্যারিস , ফ্রান্স
ঘ) কোনোটিই নয়
উত্তর : খ
২৬.World Watch
কোন দেশের পরিবেশবাদী সংস্থা ?
ক)যুক্তরাজ্য
খ)যুক্তরাষ্ট্র
গ)ডেনমার্ক
ঘ)নিউজিল্যান্ড
উত্তর : খ
২৭।বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য খসড়া প্রণয়ন করা হয় কোন সনদে ?
ক)আটলান্টিক সনদে , ১৯৪১।
খ)বিল অব রাইটস সনদে
গ)ম্যাগনা কার্টা সনদে
ঘ) ওয়েস্ট ফিলিয়া সনদে
উত্তর : ক

২৮। কোন সম্মেলনে জাতিসংঘের স্থায়ী ৫ টি দেশকে ভেটো ক্ষমতা প্রদান করা হয় ?
ক) ইয়াল্টা সম্মেলনে
খ)আটলান্টিক সম্মেলনে
গ)লন্ডন সম্মেলনে
ঘ)ওকস সম্মেলনে
উত্তর : ক
২৯)জাতিসংঘ বিশ্বশান্তি দিবস ঘোষণা করে কোন দিনটিকে ?
ক)১০ ডিসে
খ)২৪ অক্টোবর
গ)২৪সেপ্টম্বর
ঘ)২৯ মে
৩০। জাতিসংঘের কোন সংস্থা স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে ?
ক) WB
খ)UNESCO
গ)UNDP
ঘ)IDA
উত্তর : খ
৩১)টেকসই উন্নয়ন অভিষ্টের কত নং লক্ষ্য জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ?
ক)১৩নং
খ) ১৭
গ)৮
ঘ)১২
উত্তর : ক
৩২।বহুল আলোচিত জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক?
ক)যুক্তরাজ্য
খ)যুক্তরাষ্ট্র
গ)ডেনমার্ক
ঘ)সুইডেন
উত্তর:ঘ
৩২) What was the first point of 14-Points?
ক)Disarmament
খ)Protectionism
গ)Dollar Diplomacy
ঘ)Open Diplomacy
উত্তর:ঘ
৩৩)জাতিসংঘের কোন অননুচ্ছেদ সংশোধন করে নিরাপত্তা পরিষদের সদস্য ১০ থেকে ১৫ তে উন্নীত করা হয়?
ক)১৩ নং অণুচ্ছেদ
খ)২৩ নং অণুচ্ছেদ
গ)৩৩ নং অণুচ্ছেদ
ঘ)৪৩ নং অণুচ্ছেদ
উত্তর:খ
৩৪). সার্কের বর্তমান চেয়ারম্যান কে?
ক)সুশীল কৈরালা
খ)পুস্প কমল দাহাল প্রচন্ড
গ)আমজাদ হোসেন সিয়াল
ঘ)কে পি শর্মা ওলি(মহাসচিব বললে উত্তর হতো আমজাদ হোসেন সিয়াল)
উত্তর:ঘ
৩৫. আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য কোনটি?
ক)দক্ষিন আফ্রিকা
খ)দক্ষিন সুদান
গ)মরক্কো
ঘ)পশ্চিম সাহারা
উত্তর:গ
‘৩৬)জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করা যাবে না’ এমন প্রশ্নে সাধারণ পরিষদের ভোটাভুটিতে কতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়?
ক)১২৮ টি দেশ
খ)০৯ টি দেশ
গ)০৩ টি দেশ
ঘ)১৭ টি দেশ
উত্তর:খ
৩৭)সম্প্রতি কোন দেশটি বিশ্ব ব্যাংক ত্যাগের ঘোষণা দিয়েছে?
ক)চীন
খ)সৌদি আরব
গ)যুক্তরাজ্য
ঘ)যুক্তরাষ্ট্র
উত্তর:ঘ
৩৮)বাংলাদেশের এম শহীদুল ইসলাম বিমসটেকের কততম মহাসচিব?
ক)প্রথম
খ)দ্বিতীয়
গ)তৃতীয়
ঘ)চতুর্থ
উত্তর:খ
৩৯. নিচের কোনটি Group of Eight এর সদস্য?
ক)সুইডেন
খ)কানাডা
গ)নেদারল্যান্ড
ঘ)বেলজিয়াম
উত্তর:খ
৪০) OIC এর বর্তমান সদস্য কত?
ক)53
খ)55
গ)57
ঘ)58
উত্তর:গ
৪১) নিচের কোনটি D-8 ভুক্ত দেশ নয় ?
ক)বাংলাদেশ
খ) পাকিস্তান
গ)ভারত
ঘ) ইরান
উত্তর :গ
৪২)বিশ্বে প্রথম কার্বন কর চালু করে কোন দেশ ?
ক)ফিনল্যান্ড ।
খ)অস্ট্রেলিয়া
গ)গণচীন
ঘ) নেপাল
উত্তর ক
৪২)কত সালে পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন ?
ক)২০১৫ সালে ।
খ)২০০৯
গ)২০১০
ঘ)২০১৬
উত্তর :ক
৪৩। প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ-
ক)ভুটান ।
খ)নেপাল
গ)মালদ্বীপ
ঘ) হন্ডুরাস
উত্তর :ক
৪৪)রামসার কনভেনশনের বিষয়বস্তু হলো-
ক)বর্জ ব্যবস্থাপনা
খ)জলাভূমি সংরক্ষণ ।
গ) ওজন স্তর ক্ষয় রোধ
ঘ) জীব বৈচিত্র সংরক্ষণ
উত্তর :খ
৪৫) Global climate Risc Index -2020 এর রিপোর্ট মতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক)১০ম
খ) ৭ম
গ)৮ম
ঘ)৯ম
উত্তর :খ
৪৬)কার্টাগেনা প্রটোকল কার্যকর হয় কবে ?
ক)১১ সেপ্টেম্বর ২০০৩ ।
খ) ১১ সেপ্টেম্বর ২০০০
গ) ১১ সেপ্টেম্বর ২০০২
ঘ) ১১ সেপ্টেম্ব ২০০৪
উত্তর :ক

৪৭)জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন গৃহীত হয় কবে ?
ক)১১ সেপ্টেম্বর ২০০৩ ।
খ)২২ মার্চ ১৯৮৫ ।
গ) ২২ মার্চ ১৯৯২
ঘ) ২২ মার্চ ১৯৯৪
উত্তর :খ
৪৮)বাংলাদেশ প্যারিস চুক্তি অনুমোদন করে-
ক)২১ সেপ্টেম্বর ২০১৬
খ)২২ এপ্রিল ২০১৫
গ)১৯ ডিসেম্বর ২০১৬
ঘ)৭জুন ২০১৬
উত্তর :ক
৪৯) গ্রীন ক্লাইমেন্ট ফান্ড এর প্রধান কার্যালয় কোথায়?
ক)বন জার্মানি
খ)সিউল, দক্ষিণ করিয়া
গ) রোম , ইতালি
ঘ) প্যারিস, ফ্রান্স
উত্তর : খ
৫০) বিশ্ব ধরিত্রী দিবস(International Mother Earth Day)

ক)৭ জুন
খ)২৩ মার্চ
গ)২২ শে এপ্রিল
ঘ)২২ মার্চ
উত্তর গ
৫১)গ্রীনবেল্ট মুভমেন্ট এর প্রতিষ্ঠাতা কে?
ক)ওয়াংগেরি মাথাই
খ)নরম্যান বোরলোগ
গ) গ্রেটা থুনবার্গ
ঘ) আরহেনিয়াস
উত্তর :ক
৫২)বিশ্ব ব্যাংকের প্রতিবেদন মতে, ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে??
ক)১ থেকে ১.৫ ডিগ্রি
খ)১.৫ থেকে ২ ডিগ্রি
গ)২ থেকে ২.৫ ডিগ্রি
ঘ)২.৫ থেকে ৩ ডিগ্রি
উত্তর :ক
৫৩. ইউরোপীয় ইউনিয়ন সংস্কার চুক্তিটির নাম-
ক)ম্যাসট্রিখট চুক্তি
খ)লিসবন চুক্তি
গ)আমস্টারডাম চুক্তি
ঘ)রোম চুক্তি
উত্তর :খ

৫৪. প্রথম One Planet Summit কোথায় এবং কখন হয়?
ক)প্যারিস, ২০১৭
খ)নিউইয়র্ক, ২০১৮
গ)লিসবন, ২০১৬
ঘ)নিউইয়র্ক, ২০১৭
উত্তর :ক
৫৫. পে-পাল কোন দেশ ভিত্তিক সংগঠন?
ক. বেলজিয়াম
খ. নেদারল্যান্ড
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর :ঘ
৫৬)ICAN কোন ধরনের সংস্থা?
ক)পরিবেশ সংস্থা
খ)স্বেচ্ছাসেবি সংস্থা
গ)মানবাধিকার সংস্থা
ঘ)পরমাণু অস্ত্র বিরোধী জোট
উত্তর :ঘ
৫৭) নিরস্ত্রীকরণ নিয়ে কাজ করে না নিম্নের কোন সংস্থা?
ক)OPCW
খ)UNIDO
গ)IAEA
ঘ)UNCWC
উত্তর :খ
৫৮)PESCO কোন ধরনের সংগঠন?
ক)অর্থনৈতিক জোট
খ)রাজনৈতিক জোট
গ)প্রতিরক্ষা জোট
ঘ)সামরিক জোট
উত্তর :গ
৫৯)WEP এর সংস্থা প্রধান কী ধরনের ?
ক)মহাসচিব
খ)প্রেসিডেন্ট
গ)মহাপরিচালক
ঘ) নির্বাহী প্রধান
উত্তর :ঘ
৬০) COP-26 কত সালে অনুষ্ঠিত হবে?
ক) 2020 Glasgow, স্কটল্যান্ড
খ) ২০২১,ওয়ারশ পোল্যান্ড
গ) ২০২০, বন জার্মানি
ঘ) ২০২০, সুভা, ফিজি
উত্তর :ক

৬১)নিচের কোন সংস্থার সংস্থা প্রধান মহাসচিব নয় ?
ক)WHO
খ)OIC
গ)INTERPOL
ঘ)ASEAN
উত্তর :ক
৬২) Wild Wide Fund for Nature এর সদর দপ্তর কোথায়?
ক)গ্লান্ড, সুইজারল্যান্ড
খ)সিউল, দক্ষিণ করিয়া
গ) রোম , ইতালি
ঘ) প্যারিস, ফ্রান্স
উত্তর :ক
৬৩. আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন-
ক.২ বছরের জন্য
খ.৫ বছরের জন্য
গ.৬ বছরের জন্য
ঘ.৩ বছরের জন্য
উত্তরঃ ঘ
৬৪. বাংলাদেশ ‘জোট নিরপেক্ষ আন্দোলন’ সংস্থার সদস্য হয় কত সালে?
ক)১৯৭২ সালে
খ)১৯৭৩ সালে
গ)১৯৭৪ সালে
ঘ)১৯৭৫ সালে
উত্তর :খ
৬৫)TI এর সদর দপ্তর কোথায়?
ক.ম্যানিলা
খ.বার্লিন
গ.ব্যাংকক
ঘ.সিঙ্গাপুর
উত্তরঃ খ
৬৬)জি-২০ সম্মেলনে ইউরপীয় সেনাবাহিনী গঠনের প্রস্তাবকারী দেশ-
ক)যুক্তরাষ্ট্র
খ)জার্মানি
গ)বৃটেন
ঘ)ফ্রান্স
উত্তর :ঘ
৬৭. নিচের কোনটি Group of Seven এর সদস্য?
ক)সুইডেন
খ)কানাডা
গ)নেদারল্যান্ড
ঘ)বেলজিয়াম
উত্তরঃ খ

৬৮. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগ পান?
ক)সাধারন পরিষদ
খ)নিরাপত্তা পরিষদ
গ)অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ঘ)অছি পরিষদ
উত্তরঃ খ
৬৯. বিশ্ব খাদ্য কর্মসূচী সংস্থার সদর দপ্তর কোথায়?
ক)জেনেভা
খ)নিউইয়র্ক
গ)ভিয়েনা
ঘ)রোম
উত্তরঃ ঘ
৭০.রেডক্রস প্রতিষ্ঠিত হয়-
ক.১৮৬৪ সালে
খ.১৮৬৮ সালে
গ.১৮৬৬ সালে
ঘ.১৮৬৩ সালে
উত্তরঃ ঘ
৭১. অ্যামনেস্টি ইন্টরন্যাশনালের লক্ষ্য-
ক.শিক্ষাক্ষেত্রে সাহায্য দেয়া
খ.দুর্গতদের সহায়তা প্রদান
গ.শিশুদের সাহায্য দেয়া
ঘ.মানবাধিকার সংরক্ষণ করা
উত্তরঃ ঘ
৭২. ‘Rotary International’ কবে প্রতিষ্ঠিত হয়?
ক.১৮০৩ সালে
খ.১৮০৫ সালে
গ.১৮০৯ সালে
ঘ.উত্তর নেই
উত্তরঃ ঘ
৭৩ ‘কেয়ার’ একটি

ক.বাংলাদেশী এনজিও
খ.আমেরিকান এনজিও
গ.কানাডিয়ান এনজিও
ঘ.ড্যানিশ
উত্তরঃ খ
৭৪. লায়ন্স ক্লাব কে প্রতিষ্ঠা করেন?
ক.মেলনি জোন্স
খ.পিটার বেননসন
গ.হেনরী ডুনেন্ট
ঘ.পল হ্যারিস
উত্তরঃ ক

৭৫. APEC সদস্য সংখ্যা কত ?
ক)১০
খ)৭
গ)৩৪
ঘ)২১
উত্তর: ঘ
৭৬.প্রশ্নঃ আফ্রিকান ইউনিয়ন (AU)- এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক.৬০টি
খ.৫৫টি
গ.৫২টি
ঘ.৫৪টি
উত্তরঃ খ
৭৭.প্রশ্নঃ ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন (AU)-এ পুনরায় যোগদান করে কোন দেশ?ক.জিম্বাবুয়ে
খ.জাম্বিয়া
গ.উগান্ডা
ঘ.মরক্কো
উত্তরঃ ঘ
৭৮.কোন দেশটি আরব লীগের অন্তর্ভূক্ত নয়?
ক.জর্ডান
খ.লেবানন
গ.ইরান
ঘ.বাহরাইন
উত্তরঃ গ

৭৯. আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি (International Criminal Court Treaty) কত সালে স্বাক্ষরিত হয়েছিল-
ক.১৯৯৭
খ.১৯৯৮
গ.১৯৯৯
ঘ.২০০১
উত্তরঃ খ
৮০ আন্তর্জাতিক আদালত (International Court of Justice) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক.জেনেভা
খ.হেগ
গ.শিকাগো
ঘ.ব্রাসেলস
উত্তর: খ
৮১.মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়
?ক.নিউইয়র্ক
খ.প্যারিস
গ.জেনেভা
ঘ.লন্ডন
উত্তরঃ গ
৮২। ২০২০ সালে জাপানে কততম অলিম্পিক হবে ?
ক)৩৩
খ)৩২
গ)৩১
ঘ)৩০
উত্তর: খ
৮৩) বর্তমান IMF. এর রিজার্ভ মুদ্রা কতটি?
ক)৫টি
খ)৬টি
গ)৭টি
ঘ)৮টি
উত্তরঃ ক
৮৪) SDGএর সূচক কয়টি ?
ক)১৭
খ)৮
গ)১৬৯
ঘ)২২
উত্তরঃ গ
৮৫)আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য কতটি ?
ক)১০
খ)২১
গ)৭
ঘ)২৭
উত্তরঃ ঘ
৮৬)ইন্টারপোলের বর্তমান সদস্য কতটি ?
ক)১৯২
খ)১৯৪
গ)১৯৩
ঘ)১৯৫
উত্তরঃ খ
৮৭)WTO এর বর্তমান সদস্য কতটি ?
ক)১৬২
খ)১৯৪
গ)১৬৩
ঘ)১৬৪
উত্তরঃ ঘ
৮৮) OPEC এর সদর দপ্তর কোথায়?
ক. প্যারিসে
খ. লন্ডনে
গ. রিয়াদ
ঘ. ভিয়েনায়
উত্তরঃ ঘ
৮৯. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?
ক)লুক্সেমবার্গ
(খ)হামবুর্গ
(গ)লিও
(ঘ)জুরিখ
উত্তরঃ ক
৯০)AIIB কবে প্রতিষ্ঠিত হয়
ক)২০১৩
খ)২০১৪
গ)২০১৫
ঘ)২০১৬
উত্তরঃ খ
৯১)কোন সংস্থা বাংলাদেশকে উদীয়মান অর্থনৈতিক শক্তি বা Emerging Tiger in Economy বলেছে?
ক)UNDP
খ)BRICS
গ)World Bank
ঘ)IMF
উত্তরঃ গ
৯২)১১তম ব্রিক্স সম্মেলন কোথায় হয় ?
ক)জিয়ামেন চীন
খ) দিল্লি ভারত
গ) রিও ডি জেনেরিও ব্রাজিল
ঘ) কেপ টাউন , দ আফ্রিকা
উত্তরঃ গ
৯৩)Carbon Trade এর ধারণা দেয় কোন প্রটোকল/ চুক্তি?
ক)প্যারিস চুক্তি
খ)কিয়োটো প্রটোকল
গ)মন্ট্রিল প্রটোকল
ঘ)কপ-১৫
উত্তরঃ খ
৯৪)উত্তর আমেরিকার মুক্ত বানিজ্য চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ খ
৯৫)যে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়
ক. বিশ্বব্যাংক
খ. আইএফসি
গ. এশিয়ান ব্যাংক
ঘ. আইএমএফ
উত্তরঃ ঘ
৯৬)ফিফার বর্তমান সদস্য সংখ্যা
ক)১৯৫
খ)১৯৩
গ)২০১
ঘ)২১১
উত্তর ঘ
৯৭)UNESCO এর বর্তমান সদস্য সংখ্যা
ক)১৯৫
খ)১৯৩
গ)২০১
ঘ)২১১
উত্তর খ
৯৮)
ব্রিটন উডস সম্মেলন কবে হয় ?
ক)১৯৪৮
খ)১৯৪৪
গ)১৯৪৫
ঘ)১৯৪৭
৯৯)NEW Development Bank এর সদস্য সংখ্যা কত ?
ক)৭৭
খ)৫৭
গ)৫
ঘ)৭২

১০০)WIPO এর সদর দপ্তর কোথায়?
ক)জেনেভা
খ)নিউইয়র্ক
গ)ভিয়েনা
ঘ)রোম
১০১) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
ক)EU
খ)WTO
গ)UNCTAD
ঘ)IMF
১০২) বাংলাদেশ ‘জোট নিরপেক্ষ আন্দোলন’ সংস্থার সদস্য হয় কত সালে?
ক)১৯৭২ সালে
খ)১৯৭৩ সালে
গ)১৯৭৪ সালে
ঘ)১৯৭৫ সালে
১০৩) UNSTO কবে থেকে কার্যক্রম শুরু করে ?
ক)১৯৮৮
খ)১৯৪৫
গ)১৯৪৮
ঘ)১৯৪৯
আরও অন্যান্য কিছু বিষয়
# মন্ট্রিল প্রটোকলে মোট কতটি দেশ ও সংস্থা স্বাক্ষরকারী করেছে?
উত্তর
১৯৭টি
জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশ হিমালয়ের চূঁডায় মন্ত্রীসভার বৈঠক করে ?
উত্তর
নেপাল
# প্রথম COP সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
উত্তর
জার্মানি
# COP-26 কত সালে অনুষ্ঠিত হবে?
উত্তর
2020 Glasgow
# WWF এর পূর্ণরুপ লিখ, এবং এর সদর দপ্তর কোথায়?
উত্তর
Wild Wide Fund for Nature. গ্লান্ড, সুইজারল্যান্ড
# IPCC কোন সালে এবং কোন দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়?
উত্তর
১৯৮৮, WMO + UNEP
# আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস?
উত্তর
২২ মে ।
# সমুদ্র আইন স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর
১৯৮২ সালে
# দ্বিতীয় ধরিত্রী সম্মেলন হয় ?
উত্তর
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে, ২০০২ সালে।
#পরিবেশ বিষয়ক জোটগুলো হলো?
উত্তর
G-77, AOSIS, V-20, EIG, Umbrella Group
# জীববৈচিত্র্য দশক ঘোষণা করা হয়েছে?
উত্তর
২০১১-২০২০ সালকে।
# ইউরোপীয় ইউনিয়নের চুক্তির অাওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়?
উত্তর
ডেনমার্ক ও যুক্তরাজ্য
# আন্তর্জাতিক জ্বালানি সনদ স্বাক্ষরিত হয়?
উত্তর
২০-২১ মে ২০১৫ নেদারল্যান্ডস-এর দি হেগ-এ অনুষ্ঠিত এক সম্মেলনে
# মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয় ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে এটি ওজোনস্তর ক্ষয়রোধ ও সমুদ্র সংরক্ষনের জন্য।
# কিযেটো প্রটোকল স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালে; এর মাধ্যমে ৫.২%কার্বন দুষণের ব্যবস্থা করা হয়।
# ২০০০ সালে কার্টাগেনা প্রটোকল স্বাক্ষরের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
# International Maritime Organization(IMO)- 1948, সদর দপ্তর London
# ১৩ নভেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা দিবস।
# ২০১১-২০ বিশ্ব বিশ্ব জীববৈচিত্র্য দশক।
# ক্ল্যাইমেট চেঞ্জ ধারনাটি সর্বপ্রথম প্রবর্তণ করেন IPCC।
# পানি দূষণকে সকল রোগের কারণ হিসেবে চিহ্নিত করেন গ্রিক বিজ্ঞানি
হিপোক্রিটাস।
# ইকোলজির জনক
আর্নেস্ট হেইকেল।
# গ্লোবাল ওর্য়ামিং এর জনক
হোয়েল ব্রেকার।
# গ্রিন হাউস ইফেক্ট সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিস বিজ্ঞানী
সোভনর্দে আরহেনিয়াস।
# পরিবেশ আন্দোলন সর্বপ্রথম শুরু করেন
ডেভিড থ্যারো।
# সবুজ বিপ্লবের জনক মার্কিন বিজ্ঞানি
নরম্যান বেলেরগ।
# শ্বেত বিপ্লবের জনক ভারতিয় বিজ্ঞানী
ভার্গাস কুরিন।
# গ্রিণবেল্ট মুভমেন্টের জনক কেনিয়ার বিখ্যাত পরিবেশ মন্ত্রী
ওয়াঙ্গেরি মাথায়।
# ২৯ জুলাই
বিশ্ব বাঘ দিবস।
# বিশেষ ধরিত্রী সম্মেলন হয়
নিউইয়র্ক, USA (১৯৯৭ সালে)।

ডাউনলোড করতে নিচে ক্লিক করুন 

Download From Google Drive

Download From Yandex

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

auto ads
error: Content is protected !!